বালিয়া মসজিদ
জ্বীনের মসজিদ
স্থানীয়ভাবে এবং লোকমুখে জ্বীনের মসজিদ নামে পরিচিত এ মসজিদটির প্রকৃত নাম ‘বালিয়া মসজিদ’। জমিদার মেহের বকস চৌধুরী উনিশ শতকের শেষ ভাগে বালিয়াতে একটি মসজিদ তৈরির পরিকল্পনা করেন। তিনি দিল্লির আগ্রা থেকে স্থপতি আনেন সুদৃশ্য মোগল স্থাপত্যের আদলে মসজিদ নির্মাণের জন্য। কিন্তু প্রধান স্থপতির মৃত্যুর পর মসজিদের নির্মাণকাজ থেমে যায়। স্থানীয় কারিগরদের সহযোগিতায় মসজিদ নির্মাণকাজ শুরু হয় কিন্তু গম্বুজ নির্মাণ সম্ভব হয় না। ১৯১০ খ্রিস্টাব্দে মেহের বকসের মৃত্যুর পরেএ কাজ আর এগোয় নি দীর্ঘ ১০০ বছর। ২০১০ খ্রিস্টাব্দে মেহের বকস চৌধুরীর প্রৌপোত্রি তসরিফা খাতুনের পৃষ্ঠপোষকতায় এবং প্রত্নতত্ত্ব ইনস্টিটিউটের কারিগরি সহায়তায় সৈয়দ আবু সুফিয়ান কুশলের নকশায় নতুনভাবে গম্বুজ নির্মাণ সম্পন্ন হয় এবং মসজিদটি পূর্ণাঙ্গতা পায়।
ভুল্লি হাট, ঠাকুরগাঁও।
No comments:
Post a Comment