22 August 2012

Bangla song lyric


সকাতরে ঐ কাঁদিছে সকলে

সকাতরে ঐ কাঁদিছে সকলে
শোন শোন পিতা
কহ কানে কানে
শোনাও প্রানে প্রানে
মঙ্গলও বারতা

ক্ষুদ্র আশা নিয়ে
রয়েছি বাঁচিয়ে
সদাই ভাবনা
যা কিছু পায়
হারায়ে যায়
না মানে সান্তনা

সুখ আশে
দিশে দিশে
বেরায় কাতরে
মরীচিকা ধরিতে চায়
এ মরু প্রান্তরে

ফুরায়ে বেলা
ফুরায়ে খেলা
সন্ধ্যা হয়ে আসে
কাঁদে তখন
আকুল মন
কাঁপে তড়াসে

কি হবে গতি
বিশ্বপতি
শান্তি কোথায় আছে
তোমারে দাও
আশা পুরাও
তুমি এ শোক রাতে

No comments:

Post a Comment