21 January 2012

অন্যকিছু চেয়েছিলাম...


আমি হয়তো অন্যকিছু চেয়েছিলাছিলাম, প্রভু, গোলাপের কাছে
ছায়াময় বারান্দায়, কম্পমান শীতের রাতে, নিস্তব্ধ দুপুরে...
আমি হয়তো অন্যকিছু চেয়েছিলাম
পাখির কূজন, পাখিটি নয়, কা্ঙাল পেলব ছোঁয়া নয়
লাল শাড়ি নয়, শাড়ির ভেতরের নরোম দেহটি কি চেয়েছিলাম?

কাঁপতে থাকা শীতের রাতে উমের লেপ কিংবা নরোম কাঁথা
না না প্রভু প্রেম তবুতো চাইনি কভু, লক্ষ বছর
লক্ষ বছর প্রেমের ভেতর মরেই ছিলাম ...

No comments:

Post a Comment

বালিয়া মসজিদ জ্বীনের মসজিদ  স্থানীয়ভাবে এবং লোকমুখে জ্বীনের মসজিদ নামে পরিচিত এ মসজিদটির প্রকৃত নাম ‘বালিয়া মসজিদ’। জমিদার মেহের বকস চৌধুরী ...