18 January 2012

লুটপাট: জেমস

চলতি পথে- জাদুকর ভালবাসা....
প্রেমিক ডাকাতের মতো; তোমাকে ছিনিয়ে নেবে..
মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালবাসা।
হৃদয়ের চোরাপথে তুমি হারিয়ে যাবে
তুমি লুটপাট হয়ে যাবে; তুমি চৌচির হয়ে যাবে।


চোখের ইশারায় ছুঁড়ে দেব সুতীক্ষ্ণ চুম্বন,
তমি দিশেহারা হয়ে যাবে- তুমি পথহারা হয়ে যাবে.....
অনন্ত আকাশে উড়ে যাবে ভালবাসা।
অন্তরে মাঠে ঘাটে তুমি সব বিকিয়ে দেবে.....
এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;
তুমি- এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;


তর্জনী উঁচিয়ে জ্বেলে দেব সবুজ আগুন,
তুমি নজরবন্দী হয়ে যাবে, তমি ঘুমহারা হয়ে যাবে...
নিশাচর স্বপ্নে আততায়ী ভালবাসা-
ভবঘুরে এই বুক তোমাকে কাছে টেনে নেবে!!!
এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;
এই চোখে তাকিও না-চৌচির হয়ে যাবে।


এই চোখে তাকিও না-লুটপাট হয়ে যাবে;
তুমি চৌচির হয়ে যাবে.... তুমি লুটপাট হয়ে যাবে....

No comments:

Post a Comment