23 September 2011

Scholarship for Bangladeshi Students

নরওয়েতে বৃত্তির সুযোগ

মাস্টার্স ও পিএইচডি পর্যায়ে কোটা স্কিম বৃত্তি দেবে নরওয়ে সরকার। বিশ্বের উন্নয়নশীল দেশের শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি দিয়ে থাকে নরওয়ে সরকার। বৃত্তির জন্য আবেদনে আগ্রহী শিক্ষার্থীরা নিজ দেশ থেকে ১ ডিসেম্বরের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন। এই প্রোগ্রামে ব্যাচেলর পর্যায়েও কিছু বৃত্তি প্রদান করা হয়ে থাকে। বৃত্তি সম্পর্কে বিস্তারিত জানা যাবে প্রোগ্রামের ওয়েবসাইট থেকে।

http://siu.no/eng/Front-Page/Programme-information/Development-cooperation/Quota-Scheme/%28view%29/4670



জাপানে বৃত্তি
জাপানের দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার ২০১২ সালের জন্য আইইউএইচডব্লিউ বৃত্তি ঘোষণা করেছে। বাংলাদেশি শিক্ষার্থীদের আবেদন করতে হবে আগামী ১ নভেম্বরের মধ্যে। বৃত্তি দেওয়া হবে দুটি। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনে দি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ার, টোকিও অফিস, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগে যোগাযোগ করবেন।
ফোন: ০৩-৩৪৭৫-৫০৬২ ফ্যাক্স: ০৩-৩৪৭৫-৫০৭৬ ই-মেইল: international@iuhw.ac.jp


Source:

No comments:

Post a Comment