বিহার ধাপ
মহাস্থান গড়ে খননের ফলে যেসব প্রত্নতাত্ত্বিক স্থাপনা পাওয়া গেছে:
১. গোবিন্দ ভিটা : সুরক্ষিত দূর্গের উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত মন্দির।
করতোয়া মাহাত্ম্য নামক গ্রন্থে এটি বিষ্ণু মন্দির নামেপরিচিত ।
করতোয়া মাহাত্ম্য নামক গ্রন্থে এটি বিষ্ণু মন্দির নামেপরিচিত ।
২. খুরনার ধাপ: সুরক্ষিত দুর্গের ১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মন্দির ।
৩. মঙ্গল কোট: খুরনার ধাপ থেকে ৪০০ মিটার দক্ষিণে অবস্থিত মন্দির।
৪. গোসাইবাড়ি ধাপ: এটিও একটি মন্দির। এটি খুলনা ধাপ থেকে কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
৫. বিহার (তোতারাম পণ্ডিতের ধাপ): সুরক্ষিত দূর্গের ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে মঠ।
৫. বিহার (তোতারাম পণ্ডিতের ধাপ): সুরক্ষিত দূর্গের ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে মঠ।
৬. ভাসু বিহার (নরপতির ধাপ ): বিহারের ১ কিলোমিটার উত্তর পশ্চিমে (চিনা পর্যটক হিউয়েনসাং পো
সিপো বিহার বলে আখ্যায়িত করেন)।
৭. গোকুল মেধ: এটি লখিন্দরের বাসর ঘর নামে অধিক পরিচিত।
এটি দুর্গ থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত।
৮. কান্দের ধাপ: গোকুল মেধের দক্ষিণ-পূর্বে অবস্থিত মন্দির।
Bihar Dhap
Shibganj, Bogra
No comments:
Post a Comment