11 April 2016

বিহার ধাপ

বিহার ধাপ

বিহার ধাপ প্রত্নস্থলটি বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার বিহার ইউনিয়নের বিহার গ্রামে অবস্থিত। স্থানটি তোতারাম পন্ডিতের ধাপ নামেও পরিচিত। গ্রামটির পূর্ব, পশ্চিম ও দক্ষিণ দিকে নাগর নদী (করতোয়া নদীর শাখা) প্রবাহিত হয়েছে। বিহার ধাপ নাগর নদী থেকে ৮০০ মি পশ্চিমে এবং ৬০০ মি উত্তরে অবস্থিত। মহাস্থানগড় থেকে প্রায় ৪ কিমি উত্তর-পশ্চিমে এর অবস্থান। চীনা পরিব্রাজক হিউয়েন সাং বাংলার এ অঞ্চল ভ্রমণকালে (৬৩৮-৬৪৫ খ্রি.) মহাস্থানগড় থেকে ৬ কিমি পশ্চিমে পো-সি-পো বিহার নামে এক বিহারের কথা উল্লেখ করেন। পরবর্তীকালে স্যার আলেকজান্ডার কানিংহাম (১৮৭৯-৮০ খ্রি.) এ প্রত্নস্থল পরিদর্শন করেন। আ ক ম যাকারিয়ার মতে কানিংহাম বিহার ধাপকে হিউয়েন সাং বর্ণিত পো-সি-পো বিহার হিসেবে চিহ্নিত করেন। এক সময় ঢিবি আকৃতির প্রত্নস্থলটি পূর্ব-পশ্চিমে প্রায় ২৫০ মি এবং উত্তর-দক্ষিণে প্রায় ২২০ মি দীর্ঘ এবং চারদিকের ভূমি থেকে প্রায় ২ মি উঁচু ছিল। প্রত্নস্থলটিতে ১৯৭৯-১৯৮৬ সাল পর্যন্ত ধারাবাহিক খননের ফলে পশ্চিম অংশে পাশাপাশি দু’টি বৌদ্ধ বিহার এবং পূর্ব দিকে একটি মন্দিরের অবকাঠামো আংশিকভাবে উন্মোচিত হয়েছে। পরবর্তী সময়ে ২০০৫ সালে পুনরায় ধারাবাহিক খনন কার্যক্রম শুরু হলে পূর্বে আবিস্কৃত মন্দিরের পাশে আরেকটি মন্দিরের ধ্বংসাবশেষের কিয়দংশ উন্মোচিত হয়েছে। মন্দির দু’টির প্রবেশ পথ উত্তর দিকে।  

 মহাস্থান গড়ে খননের ফলে যেসব প্রত্নতাত্ত্বিক স্থাপনা পাওয়া গেছে:
১.   গোবিন্দ ভিটা : সুরক্ষিত দূর্গের উত্তর-পশ্চিম কোণায় অবস্থিত মন্দির। 
করতোয়া মাহাত্ম্য নামক গ্রন্থে এটি বিষ্ণু মন্দির নামেপরিচিত ।
২. খুরনার ধাপ: সুরক্ষিত দুর্গের ১ কিলোমিটার পশ্চিমে অবস্থিত মন্দির । 
৩. মঙ্গল কোট: খুনার ধাপ থেকে ৪০০ মিটার দক্ষিণে অবস্থিত মন্দির। 
৪. গোসাইবাড়ি ধাপ: এটিও একটি মন্দির। এটি খুলনা ধাপ থেকে  কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 
৫. বিহার (তোতারাম পণ্ডিতের ধাপ): সুরক্ষিত দূর্গের ৪ কিলোমিটার উত্তর পশ্চিমে মঠ। 
৬. ভাসু বিহার (নরপতির ধাপ ):  বিহারের ১ কিলোমিটার উত্তর পশ্চিমে (চিনা পর্যটক হিউয়েনসাং পো
     সিপো বিহার বলে আখ্যায়িত করেন)।
৭. গোকুল মেধ: এটি লখিন্দরের বাসর ঘর নামে অধিক পরিচিত। 
এটি দুর্গ থেকে প্রায় ৩ কিলোমিটার দক্ষিণে অবস্থিত। 
৮. কান্দের ধাপ: গোকুল মেধের দক্ষিণ-পূর্বে অবস্থিত মন্দির।



























Bihar Dhap
Shibganj, Bogra

No comments:

Post a Comment