6 April 2016

কুয়াকাটা সমুদ্র সৈকত


সাগর কন্যা কুয়াকাটা

 
কুয়াকাটা সমুদ্র সৈকত। বাংলাদেশের একমাত্র সমুদ্র সৈকত যেখান থেকে সূর্যাস্ত ও সূর্যোদয় খুব সুন্দরভাবে উপভোগ করা যায়। এখানে আছে মিশ্রিপাড়া সিমা বৌদ্ধ বিহার এবং উপমহাদেশের বৃহত্তম বুদ্ধমূর্তি, কুয়াকাটা নামের উৎস কুয়া, মিশ্রিপাড়ার রাখাইন পল্লী, কুয়াকাটা বুদ্ধ বিহার, প্রাচীন এক ডুবে যাওয়া সমুদ্রগামী কাঠের জাহাজ, জঙ্গলচর, কাউয়ার চর, লেবু চর, ফাতরার চর/সুন্দরবন, ইলিশ পার্ক, লাল কাকড়ার চর এবং ঝাউবন।



প্রাণচাঞ্চল্যে ভরপুর

জেলি ফিশ

সবুজে ভরা কুয়াকাটা সমুদ্র সৈকত

কাউয়ার চর

কেওড়ার বন যেন প্রকৃতির ভাষ্কর্য

লবণজলের হ্রদ

উল্লাসে-উচ্ছাসে-আনন্দে

পারাপারের নৌকা আছে

সবুজ প্রাচুর্যে ভরপুর

রূপবৈচিত্রে প্রোজ্জ্বল

পার কর আমারে...

প্রকৃতির শিল্পরূপ

সবুজ সুন্দর

কাউয়ার চর

লাল কাকড়ার চর

তাহাদের সতর্ক আনাগোনা

সতর্ক লাল কাকড়ার এন্টেনা

মাছ ধরা এখানকার মানুষের আদি পেষা

সমুদ্রের প্রান্তরে ঢেউয়ের সাথে যুদ্ধ

জীবন বড় রূপময় রহস্যময় ঝুকিপূর্ণ

ছায়ার সামিয়ানা তলে

আসুন সকলে!

সিমা বৌদ্ধ বিহার

উপমহাদেশের বৃহত্তম বুদ্ধ

রাখাইন পল্লী

রাখাইনদের পণ্য

লেবুচর

লেবুচর

ঢেউয়ের সাথে যুদ্ধ প্রতিনিয়ত

টেংরাটিলা, সুন্দরবন

টেংরাটিলা, সুন্দরবন

ফাতরার চর

সুন্দরবনের খালের ভেতর

জীবনযাত্রা

সূর্য ডোবে সোনা রঙ ছড়িয়ে

ধরবেন নাকি ডুবন্ত সূর্য!

কে যেন আছে আড়ালে
 Kuakata, Patuakhali, Barisal, Bangladesh

No comments:

Post a Comment

বালিয়া মসজিদ জ্বীনের মসজিদ  স্থানীয়ভাবে এবং লোকমুখে জ্বীনের মসজিদ নামে পরিচিত এ মসজিদটির প্রকৃত নাম ‘বালিয়া মসজিদ’। জমিদার মেহের বকস চৌধুরী ...