গোলকধাম মন্দির
পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার শালডাংগা ইউনিয়নের
শালডাংগা গ্রামে গোলকধাম মন্দিরটি অবস্থিত। মন্দিরটি আঠার শতকের একটি অপরূপ স্থাপত্য । এটি ১৮৪৬ সালে নির্মিত হয়। দেবীগঞ্জ উপজেলা
সদর হতে প্রায় ১২ কিলোমিটার উত্তর-পশ্চিমে মন্দিরটি অবস্থিত। গ্রীক স্থাপত্য কৌশলে নির্মিত এ মন্দিরটির ধ্বংসের
মুখোমুখি। করিন্থিয়ান কলামে নির্মিত কারুকাজ করা এর দেয়ালের অনেক জায়গায় ধ্বসে পড়েছে। বৃত্তাকার এ মন্দিরটির সুদৃশ্য স্থাপত্য রীতির সৌন্দর্য মন কেড়ে নেয়।
পঞ্চগড় জেলার ধাক্কামারা বাসস্ট্যাণ্ড থেকে সহজেই রিকশা বা অটোতে যাওয়া যায় এ মন্দিরে।
|
গোলকধাম মন্দির |
|
নির্মাণ তথ্য : গোলক কৃষ্ণ গোস্বামী স্মৃতি মন্দির /১৮৪৬ |
|
সবকিছু ভেঙে পড়ে |
|
করিন্থিয়ান কলাম |
|
পুষ্পিত দেবমুখ |
|
গ্রীক আদলে নির্মিত |
|
ক্ষয়ে যাচ্ছে পিলেস্তারা : জেগে আছে ইট পাথরের সংগ্রাম |
|
সুদৃশ্য এক স্থাপত্য |
|
চূড়া |
Golokdhaam Temple, Shaldanga,
Debiganj, Panchagarh, Bangladesh
Very nice, illustration needed
ReplyDelete