22 March 2016

সাতৈর মসজিদ

সাতৈর মসজিদ

ফরিদপুর জেলার বোয়ালমারি উপজেলার সাতৈর গ্রামে এ মসজিদটি অবস্থিত। নয় গম্বুজবিশিষ্ট এ মসজিদটি সুলতান হুসেন শাহ তার পীরের সম্মানে নির্মাণ করেন। কালপরিক্রমায় মসজিদটি ঘন বনের মধ্যে ঢাকা পড়ে যায়। বিশ শতকের শুরুর দিকে আশেপাশে ঘন বসতি গড়ে ওঠায় মসজিদটি আবিষ্কৃত হয়। স্থানীদের ধারণা মসজিদটি গায়েবীভাবে গড়ে উঠেছে; এটি গায়েবী মসজিদ নামে সুপরিচিত। সম্প্রতি মসজিদটির ব্যাপক সংস্কার আর আধুনিকায়ন করা হয়েছে। বর্তমানে চলছে এর পরিবর্ধনের কাজ।















Satoir Mosque, Boalmari, Faridpur

No comments:

Post a Comment